অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল করছে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৯:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

করোনাক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। এতদিন করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার হওয়া মহাখালী মার্কেটকে ১ হাজার শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে রূপান্তরের কাজ চলছে। 

১ হাজার শয্যার মধ্যে থাকবে ১০০টি আইসিইউ এবং ১১২ টি এইচডিইউ। তবে এখানে কোন রোগীর অপারেশন করা হবে না। প্রয়োজনে রোগীকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। 

স্বাস্থ্য মন্ত্রণলায় সূত্রে জানা গেছে, হাসপাতালটি পরিচালনা করবে সশস্ত্র বাহিনী। এপ্রিলের মাঝামাঝিতে ২০ টি আইসিইউ ও ২৫০ শয্যা দিয়ে যাত্রা শুরু হবে এবং মাসের শেষেই বাকি শয্যার ব্যবস্থা হবে। হাসপাতালে সেবার জন্য নিয়োজিত থাকবেন ৫০০ জন চিকিৎসক। ৭০০ জন নার্স ও ৭০০ জন স্টাফ। 

প্রথমত রাজধানীর কাঁচা বাজারের মার্কেট হিসেবে ৮০ হাজার ৫৬০ বর্গফুটের মার্কেটটি তৈরি করে ডিএনসিসি। তবে তা ব্যবহার না হওয়ায় পরবর্তীতে বিদেশ ফেরতদের আইসোলেশ ও করোনা পরীক্ষার কেন্দ্র হিসেবে তার ব্যাবহার শুরু হয়। হাসপাতাল তৈরি হলেও এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক জেনারেল একে এম নাসির উদ্দিন।