অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের নতুন প্রধান বিচারপতি এন ভি রমণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৬ এএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

ভারতের পরবর্বীৃ প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমণকে মনোনিত করেছেন প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ। আগামী ২৪ এপ্রিল তিনি শপথ নিবেন।

আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন দেশটির বর্তমান প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববড়ে। তার আগে এন ভি রমণকে তিনি সুপারিশ করেন। 

১৯৫৭ সালের ২৭ আগস্ট আন্ধ্রা প্রদেশের এক কৃষক পরিবারে জন্ম নেন এন ভি রমণ। আগামী বছরের ২৬ আগস্ট পর্যন্ত ভারতের প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন তিনি। 

চল্লিশ বছরের দীর্ঘ পেশা জীবনে তিনি অন্ধ্রা প্রদেশে প্রশাসনিক ট্রাইবুনাল ও সুপ্রিম কোর্টে দেওয়ানী, ফৌজদারি, সাংবিধানিক, শ্রম ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিচারকার্য পরিচালনা করেন। 

সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি সংবিধান, ফৌজদারি, আন্তঃপ্রদেশের নদী আইনগুলোতে বিশেষ পারদর্শী।