অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রমজানে ওমরাহ পালনের অনুমতি পাবেন যারা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২ এএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

করোনা সংক্রমণ বিবেচনায় রমজান মাসে তিন ধরনের ব্যক্তিতে ‘নিরাপদ’ ধরে নিয়ে ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। 

সোমবার (৫ এপ্রিল) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রমজানের শুরু থেকে এই নিয়ম কার্যকর হবে।  

ওমরাহ পালনের জন্য অনুমিত পাওয়ার তিন ক্যাটাগরির মানুষরা হলেন-
*যারা করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন
*যারা প্রথম ডোজ নিয়েছেন অন্তত ১৪ দিন আগে
*যারা করোনাক্রান্ত হয়ে সাম্প্রতিক সময়ে সেরে উঠেছেন। 

সৌদি আরবে আগামী ১২ বা ১৩ এপ্রিল থেকে রমজান শুরু হবে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। এ্ আইন রমজানের পরও কার্যকর হবে কিনা সে বিষয়টি পরিষ্কার করা হয়নি।