অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগারদের শ্রীলংকা সফরের অনিশ্চয়তা কাটলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪ এএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কম নাটক হয়নি। একবার সব ঠিক তো পরেরদিনই তা ভেস্তে যায়। অবশেষে সব আশঙ্কার মেঘ সরিয়ে উদিত হয়েছে টাইগারদের শ্রীলংকা সফরের সূর্য। 

করোনার ধাক্কা কিছুটা সামলে উঠার পর অক্টোবরে চূড়ান্ত হয় লঙ্কা সফর। কিন্তু বাঁধ সাধে শ্রীলংকার কোয়ারেন্টাইন নীতি। বলা হয়, কলম্বোতে গেলে পুরো ১৪ দিনই থাকতে হবে হোটেলবন্দি। তাই ক্রিকেটারদের মানসিক দিক বিবেচনায় সে সফর স্থগিত করে বিসিবি। 

কিন্তু তার একমাস পরই ইংল্যান্ডের জন্য নিয়ম পাল্টে ফেলে শ্রীলংকা। জো রুটদের দেয়া হয় সাতদিনের কোয়ারেন্টাইন। এসময় আবারও ঠিক করা হয় সফরের সূচি। সবকিছু যখন চূড়ান্ত তখন আবারও হাজির করোনা। 

দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ায় আবারও বেঁকে বসে শ্রীলংকা। আবারও জানায়, কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ে সিরিজ।

তবে শেষ পর্যন্ত কোয়ারেন্টাইন নিয়মে পরিবর্তন আনেনি তারা। তাই নির্ধারিত সময়েই মাঠে গড়াবে খেলা। আগামী ১২ এপ্রিল ঢাকা ছাড়বেন মুমিনুলরা। ২১ ও ২৯ এপ্রিল শুরু হবে দুটি টেস্ট।