অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তান শিবিরে দুঃসংবাদ শাদাবের চোট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার  

দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ পারফরম্যান্স করছে দল। বিতর্কিত এক রান আউট নিয়ে আলোচনা চলছে এখনও। তারমধ্যেই পাকিস্তান শিবিরের জন্য দুঃসংবাদ হয়ে আসলো শাদাব খানের চোট। 

জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ের আঙুলে চোট পান শাদাব খান। ফলে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই লেগ স্পিনারকে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই জিম্বাবুয়ের বিপক্ষেও পাওয়া যাবে না তাকে। 

এ তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে জানানো হয়, ম্যাচের পর শাদাবের এক্স-রে করা হয়েছে। সেখানে খুব বড় সমস্যা ধরা না পড়লেও তাকে চিার সপ্তাহের বিশ্রাম দিচ্ছে দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোন উইকেট না পেলেও ৫.৬৩ ইকোনমি রেটে আট ওভার বোলিং করেন এই লেগ স্পিনার। তবে দ্বিতীয় ওয়ানডে খুব একটা প্রভাব রাখতে পারেননি। নয় ওভারে ৬৪ রান খরচায় কোন উইকেট নেননি। ব্যাটিংয়েও করেছেন মাত্র ১৩ রান। 

এর আগেও বারবার ইনজুরিতে পড়েছেন এই ২২ বছর বয়সী। কিছুদিন আগেই কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ের চোট পান শাদাব খান।