অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘণ্টায় আজও সংক্রমণ ৭ হাজারের ওপরে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার   আপডেট: ০৪:১৭ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

২৪ ঘণ্টায় আজও সংক্রমণ ৭ হাজারের ওপরে

২৪ ঘণ্টায় আজও সংক্রমণ ৭ হাজারের ওপরে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা আজও সাত হাজার ছাড়িয়েছে। সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, একদিনে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জনের শরীরে। 

**২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ৭০৮৭

৩০ হাজার ২৩৯ জনের করোনা পরীক্ষায় শনাক্তের এই সংখ্যা পাওয়া যায়। শনাক্তের হার ২৩.৪০। 

এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের। মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে। রবিবার মৃতের সংখ্যা ছিল ৫৩। এ পর্যন্ত দেশে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৩১৮ জন।

গতকাল রবিবার শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৭। আর শনাক্ত সর্বমোট ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনের। গত ২৯ মার্চ থেকে সংক্রমণ ৫ হাজারের উপর আছে। 

• ২৪ ঘণ্টায় মৃত্যু : ৫২
• মোট মৃত্যু: : ৯ হাজার ৩১৮
• শনাক্ত : ৭ হাজার ৭৫
• মোট শনাক্ত : ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩০ হাজার ২৩৯ জনের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় আছে ৩৩তম অবস্থানে।

সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, ৫০ জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন, ২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। 

মৃতদের মধ্যে ৪০ জন রাজধানীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে ৭ , খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের বাসিন্দা ১ জন করে।

ঢাকা: ৪০
চট্টগ্রাম: ৭
রাজশাহী: ১
রংপুর: ১
সিলেট: ১
বরিশাল: ১

মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩২ জনের বয়সই ষাটের ওপর। ৫১-৬০ এর মধ্যে ৯ জন। ৪১-৫ এর মধ্যে ৬ জনের বয়স। এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৩  এবং একজনের বয়স ১০ এর নিচে।

এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৩৪ (৭৫.১৭%)
নারী: ১৮ (২৪.৮৩%)

শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৯৩২ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।