অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় হাসপাতালে দুই কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার  

ঢাকার ভিন্ন দুটি হাসপাতালে সোমবার (৫ এপ্রিল) সকালে দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন- মাইনুদ্দিন (৮৯ ও সিরাজুল ইসলাম (৬৪)। 

ঢাকা কেন্দ্র্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম জানান, খুনের দায়ে মাইনুদ্দিনের ৩০ বছরের জেল হয়েছিল আর মাদক মামলায় সিরাজুল ইসলামের জেল হয় ছয় মাসের। 

এই জেল কর্মকর্তা জানান, বার্ধক্যজিনত কারণে মাইনুদ্দিনকে কাশিমপুর কারাগার-১ থেকে গত ৩০ মার্চ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোর ৫ টা ৪৫ মিনিটে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। 

অন্যদিকে সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সিরাজুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ১০টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিরাজুল ইসলামের স্ত্রী সুরাইয়া হোসেন জানান, ২৮ মার্চ এক ভ্রাম্যমান আদালতে সিরাজুল ইসলামকে ছয় মাসের কারাদন্ড দেন। তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। এবং সুরাইয়া হোসেন সপ্তাহে দুইবার তাকে দেখতে যেতেন। 

দুজনের মরদেহ এখন স্ব স্ব হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।