অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তৃণমূলের প্রচারণায় পশ্চিমবঙ্গে জয়া বচ্চন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৪ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার   আপডেট: ০১:০৪ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জমিয়ে দিতে ‘বড় খেলোয়াড়’ এনেছে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেস। সোমবার (৫ এপ্রিল) থেকে মমতা ব্যানার্জির দলের জন্য প্রচারণা করবেন অমিতাভ বচ্চন পত্নী জয়া বচ্চন। 

পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে সিনেমা জগতের তারকাদের দিয়ে জোর প্রচারণা চালাচ্ছে তৃণমূল ও বিজেপি। কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি ‘ট্রাম্প কার্ড’ হিসেবে  ব্যবহার করছে সুপারস্টার মিঠুন চক্রবর্তীতে। পাল্টা চাল দিতে ‘বিগ বি’ পত্নীকে উড়িয়ে আনলো তৃণমূল। 

সে সাথে এবারের তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘বাঙলা নিজের মেয়েকে চায়’ তেও জোর হাওয়া লাগলো। কেননা জয়া বচ্চন পশ্চিমবঙ্গে জাবালপুরে জন্মগ্রহণ করেছেন। রবিবার (৪ এপ্রিল) রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান তৃণমূলের সংসদ সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য  এবং ডেরেক ও ব্রায়েন।

সোমবার (৫ এপ্রিল) টালিগঞ্জের তিনবারের এমএলএ অরুপ বিশ্বাসের জন্য রোড শো করবেন জয়া বচ্চন। যে আসনে বিজেপি হাই ভোল্টেজ প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচারণা শেষে ৮ এপ্রিল মুম্বাই ফিরে যাবেন তিনি। 

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন দিচ্ছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদব। ওই দলের নেত্রী জয়া বচ্চন। এ কারণেই তৃণমূলের প্রচারণায় কলকাতা আসলেন তিনি।