অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১১:০৪ এএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার  

৪৭তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের ছবি ‘নোনাজলের কাব্য’। ‘নিউ ডিরেকটরস কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হবে রেজওয়ান শাহরিয়ার পরিচালিত এই ছবিটি।   

আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। 

এর আগে ১১টি উৎসবে দেখানো হয়েছে চলচ্চিত্রটি। এরমধ্যে ছিল লন্ডন, গুটেনবার্গ, বুসান, সিঙ্গাপুর, টরিনোর মতো চলচ্চিত্র উৎসবও। তারমধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে ‘নোনাজলের কাব্য’।

জেলেপাড়ার মানুষের জীবন নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, অশোক ব্যাপারী, আমিনুর রহমানসহ অনেকে।  

ছবিটি ঈদুল ফিতরের পর মুক্তি দেয়ার আশা থাকলেও করোনার কারণে কিছুই নিশ্চিত নয় বলে জানিয়েছেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার।