অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তারেকের স্ত্রীর নামে মামলা চলবে কি না, আদেশ ৮ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার  

তারেকের স্ত্রীর নামে মামলা চলবে কি না, আদেশ ৮ এপ্রিল

তারেকের স্ত্রীর নামে মামলা চলবে কি না, আদেশ ৮ এপ্রিল

দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে আদেশের জন্য আগামী ৮ এপ্রিল দিন ঠিক করে দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার (১ এপ্রিল) এ দিন ঠিক করে দেয়।

আদালতে ডা. জোবায়দার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেয় হাইকোর্ট।

ওই রায়ে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিল হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে রায় দেয় হাইকোর্ট।