অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপি নেতা খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৯ এএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:৩১ এএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

বিএনপি নেতা খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত 

বিএনপি নেতা খন্দকার মোশাররফ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল পজিটিভ আসে। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, 'আমাদের দুজনেরই জ্বর,কাশি আছে,খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।'

এরপর মঙ্গলবার রাত রাতে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিকসূত্রে জানা গেছে। 

বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি এই নেতা।

৭৪ বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা-২ আসনের সাবেক সাংসদ। তিনি স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিএনপির আমলে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতাও করেছেন।