অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকাদানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখছে বিশ্বব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৩২ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার  

টিকাদান কর্মসূচির পর বাংলাদেশের অর্থনৈতিতে উন্নতি দেখছে বিশ্বব্যাংক। জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিভিত্তিক সংস্থাটি থেকে জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ২ শতাংশ। কিন্তু এখন বলা হচ্ছে বাংলাদেশের জিডিপি এই অর্থবছরে বাড়বে ৩.৬ শতাংশ। 

বুধবার (৩১ মার্চ) দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় প্রকাশিত বিশ্ব ব্যাংকের বিশ্লেষণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির কথা জানানো হয়েছে। 

এছাড়া প্রতিবেদনে বলা হয়, করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আগামী কয়েকবছরে ঘুরে দাঁড়াবে। ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হবে ৬.২ শতাংশ।  

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে জানানো হয়, গত অর্থবছরে (২০১৯-২০) অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫.২৪ শতাংশ। করোনা না থাকলে প্রায় ৮ এর কাছাকাছি হতো। 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। আর এক্ষেত্রে নেতৃত্ব দিবে ভারত ও বাংলাদেশ। ২০২১ সালে এ অঞ্চলের জিডিপি বাড়বে ৭.২ শতাংশ ও ২০২২ সালে বাড়বে ৪.৪ শতাংশ। 

আগামী অর্থবছরে ভারতের অর্থনীতি সবচেয়ে লম্বা লাফ দিবে। এসময় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে যা ধারণা করা হয়েছিল ৪.৭ শতাংশ। 

অন্যদিকে নেপাল ও পাকিস্তানের অর্থনীতিও ভালো অবস্থানে যাবে তাদের র‌্যামিটেন্সের কারণে। আগামী অর্থবছরে নেপালের সম্ভাব্য প্রবৃ্দ্ধির হার হবে ২.৭ শতাংশ এবং ২০২৩ সালে হবে ৫.১ শতাংশ। আর আগামী অর্থবছরে পাকিস্তানের প্রৃদ্ধি হবে ১.৩ শতাংশ।