অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার   আপডেট: ০১:০২ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি।

সোমবার (২৯ মার্চ)  সকাল ১০টায় সমাবেশে অংশ নিতে সাড়ে ৯টার দিকেই প্রেস ক্লাব এলাকায় আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে জড়ো হয়ে তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দিতে থাকেন।

বিএনপির সমাবেশ ঘিরে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতাযেন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

সমাবেশে এরই মধ্যে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলের মহাসচিব দুই দিনব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে ২৯ মার্চ ঢাকাসহ সব মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৩০ মার্চ জেলা সদরে একই ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি।