অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছাত্র অধিকার পরিষদের ৮ নেতাকর্মী রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৮ মার্চ ২০২১ রোববার  

ছাত্র অধিকার পরিষদের ৮ নেতাকর্মী রিমান্ড

ছাত্র অধিকার পরিষদের ৮ নেতাকর্মী রিমান্ড

হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আট নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৮ মার্চ) শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ডের এ আদেশ দেন।

রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাঁধাদানের মামলায় তদন্ত কর্মকর্তা চার আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন  চার দিনের রিমান্ডের আদেশ দেন। চার আসামি হলেন, রবিউল হাসান, আল আমিন, সজল ও নাজমুল করিম সোহাগ। 

অন্যদিকে মতিঝিল থানার মামলায় অপর চার আসামি শাকিল উজ্জামান, আল আমিন মিনা, মো. ইব্রাহিম ও সাইফুল ইসলাম সাইফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷