অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোদিকে আমন্ত্রণ জানানো ভুল হয়েছে: ডা. জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ০৬:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

মোদিকে আমন্ত্রণ জানানো ভুল হয়েছে: ডা. জাফরুল্লাহ

মোদিকে আমন্ত্রণ জানানো ভুল হয়েছে: ডা. জাফরুল্লাহ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো ভুল কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। 

ডা. জাফরুল্লাহ বলেন, মোদি সাহেব বলেছেন, তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জেলে ছিলেন। কেন জেলে ছিলেন? পাকিস্তানের পক্ষে ছিলেন নাকি উনি? আর কোনও ভারতীয় নেতাতো একাত্তর সালে জেলে যাননি৷ সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। উনি আজকে আবিস্কার করছেন, এখানে জঙ্গি। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অধিকার তাকে কে দিয়েছে? সুতরাং, এসব বিষয় থেকে আপনি সরে আসুন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ বলেন, শেখ হাসিনা আজ সবার থেকে বিচ্ছিন্ন। বোন শেখ রেহানা থেকেও বিচ্ছিন্ন। ভারতের অনুগত দাসে পরিণত হয়েছেন শেখ হাসিনা। মোদির হাত থেকে পুরস্কার নিয়ে শেখ রেহানার হাতকেও কালিমাযুক্ত করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে আয়োজক সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য  জাহাঙ্গীর আলম মিন্টু,ব্যারিস্টার তানিয়া আরমান।