অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কল্যাণপুরের ১০ জঙ্গির অধিকতর চার্জ গঠনের শুনানি ৯ জুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৩:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার

কল্যাণপুরের ১০ জঙ্গির অধিকতর চার্জগঠনের শুনানি ৯ জুন

কল্যাণপুরের ১০ জঙ্গির অধিকতর চার্জগঠনের শুনানি ৯ জুন

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে অধিকতর চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) মামলার অধিকতর চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কারাগার থাকে আসামিদের আদালতে হাজির করতে পারেননি পুলিশ। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে চার্জশুনানির পেছানোর জন্য আবেদন করেন৷

আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান অধিকতর চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন।

আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ  (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।

২০১৮ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোররাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যান। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি দায়ের করেন।  মামলায় ১০ জনকে আসামি করা হয়।