অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালো তিতাস

ঢাকায় আজও অনেক এলাকায় গ্যাস নেই, লাইন মেরামতে সময় লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০১:৫৩ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

ঢাকায় আজও অনেক এলাকায় গ্যাস নেই, লাইন মেরামতে সময় লাগবে

ঢাকায় আজও অনেক এলাকায় গ্যাস নেই, লাইন মেরামতে সময় লাগবে

২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীর দক্ষিণের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। গ্যাসের সরবরাহ কখন স্বাভাবিক হবে, তার নির্দিষ্ট সময় বলতে পারছে না বিতরণ সংস্থা তিতাস। 

**রাজধানীতে গ্যাস লাইনে লিকেজ, ভোগান্তি কয়েক এলাকায়

ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, মিরপুর ১, গ্রিনরোড, কলাবাগান এলাকায় গতকাল সকাল থেকেই গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কোনো সীমা নেই। পাড়া-মহল্লার হোটেল ও রেস্টুরেন্টগুলোয় চাপ বাড়ছে। ক্রেতা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (২৩ মার্চ ) আমিন বাজারে মাটির অনেক গভীরে ১৬ ইঞ্চির একটি পাইপ ফেটে যায়। সড়কে কাজের সময় এই লিকেজ হয়। সেখানে সেখানে মেরামত করার সময় বারবার পানি চলে আসছে। তাই এটি বন্ধ রেখে ১৬ ইঞ্চি পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কিন্তু এতে রাজধানীর বড় একটি অংশ চাহিদা মিটছে না। ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।