অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে গ্যাস লাইনে লিকেজ, ভোগান্তি কয়েক এলাকায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার   আপডেট: ১২:৪৭ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

রাজধানীতে গ্যাস লাইনে লিকেজ, ভোগান্তি কয়েক এলাকায়

রাজধানীতে গ্যাস লাইনে লিকেজ, ভোগান্তি কয়েক এলাকায়

রাজধানীর আমিন বাজার এলাকায় সড়কে কাজের সময় মাটির গভীরে একটি গ্যাসের পাইপ ফেটে গেছে। এজন্য মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, শ্যামলী, গ্রিনরোড, এলিফেন্টরোডহ আরো কিছু এলাকায় গ্যাস সরবরাহ খুবই কম।  

বিতরণ সংস্থা তিতাস এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, ইতোমধ্যে তারা মেরামত শুরু করেছে। তবে সন্ধ্যার আগে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এমনকি পুরোপুরি লাইন ঠিক হতে ১২ থেকে ২৪ ঘণ্টাও সময়ও লাগতে পারে।

তিতাস জানিয়েছে, আমিন বাজারে মাটির অনেক গভীরে ১৬ ইঞ্চির একটি পাইপ ফেটে যায়। সড়কে কাজের সময় গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই লিকেজ হয়।