অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ পজিটিভ, ফার্স্ট লেডিও

পৃথিবীজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১:১৮ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার   আপডেট: ০২:০২ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ টেস্টে পজিটিভ ধরা পড়েছে। নিউইয়র্ক টাইমসের ব্রেকিং নিউজ এ খবর জানাচ্ছে। খবরে বলা হয়েছে,এর আগে শুক্রবার প্রত্যুসে জানানো হয় যে, ডোনাল্ড ট্রাম্প নিজে ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা ভাইরাস পজিটিভ।

প্রেসিডেন্ট নিজেই টুইট করে এ কথা জানান। 

তিনি লিখেছেন- আজ রাতে আমার ও ফার্স্ট লেডির  কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে। সেরে ওঠার জন্য আমরা সাথে সাথে কোয়ারেন্টাইন শুরু করেছি।আমরা এই ভাইরাসের বিরুদ্ধে এক সঙ্গে লড়বো।  

প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসক বলেছেন, তিনি ভালো আছেন এবং হোয়াইট হাউজে আইসোলেশনে থাকবেন। তবে তার শরীরে কী ধরনের লক্ষণ দেখা দিয়েছে তা চিকিৎসক। 

ঠিক এক মাস পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন সামনে রেখে, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়া দেশটির নেতৃত্বকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আর করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সঙ্কট আরো ঘোরতর হবে বলেই মনে করছে সকলে। এরই মধ্যে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত, আর করোনা ভাইরাসে মৃত্যু ২০৭০০০ ছাড়িয়ে গেছে।