অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাজ্যের উবার চালকরা এখন ‘চাকরিজীবী’, মিলবে বেতন-পেনশন

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ১১:৩১ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

যুক্তরাজ্যের ড্রাইভারদের ‘চাকরিজীবী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে উবার।

যুক্তরাজ্যের ড্রাইভারদের ‘চাকরিজীবী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে উবার।

যুক্তরাজ্যের চালকদের ‘চাকরিজীবী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এখন থেকে রাজ্যের চালকরা পাবেন নূন্যতম বেতন। প্রথমবার এমন স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি।  

দেশটির শীর্ষ আদালতে এ বিষয়ে সিদ্ধান্তের এক সপ্তাহ পর মঙ্গলবার (১৬ মার্চ) ঘোষণাটি দেয় উবার। সে সাথে জানায়, নূন্যতম বেতনের সাথে তারা ছুটির বেতন ও পেনশনও পাবেন। 

যুক্তরাজ্যে প্রায় ৫৫ লাখ মানুষ গিগ ইকোনমি তথা অনলাইন আয়ের সাথে যুক্ত। ধারণা করা হচ্ছে এমন সিদ্ধান্ত অঞ্চলের গিগ ইকোনমিতে ইতিবাচক প্রভাব ফেলবে 

বুধবার (১৭ মার্চ) উবার জানায়, এখন থেকে যুকরাজ্যের ৭০ হাজারের বেশি উবার চালককে ‘শ্রমিক’ হিসেবে বিবেচনা করা হবে। তারা অন্তত দেশটির নূন্যতম বেতন আয় করবেন। এখন থেকে চালকরা আগের চেয়ে বেশি উপার্যন করবে। 

গত মাসে ড্রাইভারদের ‘শ্রমিক’ এর মর্যাদা দেয়ার জন্য রুল জারি করে ব্রিটেনের আদালত। দীর্ঘ আইনী লড়াই শেষে এখন তা বাস্তবায়ন করছে উবার।