অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছপরীক্ষা শুরু ১৯ জুন, আবেদন ১ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার   আপডেট: ০৯:২৭ এএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিপরীক্ষা

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিপরীক্ষা

দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। যা আগামী ১৯ জুন থেকে শুরু হবে। এ জন্য দুই দফা আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রাথমিক আবেদন আগামী ১ এপ্রিল শুরু হবে। যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রাথমিক আবদনের ফল ২৩ এপ্রিল প্রকাশ করা হবে। যার ভিত্তিতে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ তৈরি করা হবে। এরপর ১ থেকে ১০ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীরা ১৯ জুন থেকে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসবে। সারা দেশে ৩১টি পরীক্ষাকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ২০১৯ ২০২০ এ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কেউই এই ভর্তির আবেদন করতে পারবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষার জন্য তৈরি অফিশিয়াল ওয়েবসাইটে (gstadmission.com) এ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের শর্ত উল্লেখসহ দরখাস্ত আহ্বান করবে।

প্রথম আবেদন থেকে বাছাইয়ে ৩ টি ক্রাইটেরিয়া গুরুত্ব পাবে:
- এসএসসি ও এইচএসসির জিপিএ ও নম্বর 
- বিজ্ঞান শাখার এসএসসি-এইচএসসিতে পদার্থ ও রসায়ন বিষয়ে জিপিএ ও নম্বর 
- মানবিকে এইচএসসিতে বাংলা ও ইংরেজি বিষয়ে জিপিএ ও নম্বর 

সকল ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার নম্বরে ৬০ শতাংশ ও এসএসসি পরীক্ষার নম্বরে ৪০ শতাংশ স্কোর ধরা হবে। একেকটি ইউনিটে সর্বোচ্চ ১৫০০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

ভর্তির আবেদন ফি ৫০০ টাকা। যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। 

শিক্ষার্থীদের ৩১টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ন্যূনতম ৫টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখার সুযোগ পাবে। এর মধ্য থেকে নির্ধারন করে দেওয়া পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। 

কবে কোন পরীক্ষা
- ১৯ জুন মানবিক বিভাগ (A ইউনিট)
- ২৬ জুন বাণিজ্য বিভাগ (B ইউনিট)
- ৩ জুলাই বিজ্ঞান বিভাগের (C ইউনিট) 

ন্যুনতম যোগ্যতা
- মানবিক বিভাগের (A ইউনিট) জন্য এসএসসি-এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং মোট জিপিএ ৭ থাকতে হবে। 
- বাণিজ্য শাখায় (B ইউনিট) এসএসসি-এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং মোট জিপিএ ৭.৫ থাকতে হবে।  
- বিজ্ঞান শাখায় (C ইউনিট) এসএসসি-এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং মোট জিপিএ ৮ থাকতে হবে। 
- O লেভেলে পাঁচটি বিষয়ে এবং A লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে অন্ত চারটি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। 

পরীক্ষা, নম্বর ও ফল
প্রতিটি ইউনিটে ১ ঘণ্টা ৩০ মিনিটে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে
- মানবিক শাখায় বাংলা ৪০, ইংরেজি ৩৫ এবং আইসিটিতে ২৫ নম্বর
- বাণিজ্য বিভাগে হিসাববিজ্ঞান ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, বাংলা ১৩, ইংরেজি ১২ এবং আইসিটিতে ২৫ নম্বর। 
- বিজ্ঞান বিভাগে আবশ্যিক পদার্থবিদ্যা ২০, রসায়ন ২০, বাংলা ১০, ইংরেজি ১০ ও ঐচ্ছিক হিসেবে গণিত, জীববিদ্যা বা আইসিটি যেকোনো ২টি বিষয়ে ৪০ নম্বরের উত্তর দিতে হবে।

প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে এসএসসি-এইচএসসির স্কোর যোগ করে মেধাক্রম gstadmission.com ওয়েবসাইটে প্রকাশ করা হবে।