অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু স্মরণে নাইজেরিয়ার শিল্পী গাইলেন  বাংলা গান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার  

নাইজেরিয় শিল্পী প্রিন্সেস বোলা ইজেজি

নাইজেরিয় শিল্পী প্রিন্সেস বোলা ইজেজি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে  নাইজেরিয়ার পেশাদার কন্ঠ শিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি গাইলেন বাংলা গান। তিনি গেয়ে শোনালেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নেয়। 

হাসান মতিউর রহমানের কথায় ও  মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এ  শিল্পীর সুললিত কন্ঠে  এক বিশেষ দ্যোতনা তৈরি করে। এ গানের মধ্য দিয়ে দুদেশের জনগণের মধ্যে বিদ্যমান  বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে  ঘনিষ্ঠতর করবে বলে আশা করা যায় । 

গানের ভিডিওটি মিশনের   ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে (https://youtu.be/NuU7k0g-29E)।

উল্লেখ্য, সম্প্রতি ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস(নাইপোস্ট) একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করে। উক্ত ডাক টিকেটটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে.আব্দুল মোমেন,এমপি, এবং নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রী জেফ্রি ওনেয়ামা ২৭ আগস্ট ২০২০ ভার্চুয়াল মাধ্যমে যৌথভাবে অবমুক্ত করেন।