অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিট খারিজ, ১৯ মার্চই হবে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৬:১২ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পেছানোর রিট খারিজ করেছেন হাইকোর্ট। স্বাস্থবিধি মেনে ১৯ মার্চই অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। 

মঙ্গলবার (১৬ মার্চ) রিটটি খারিজ করে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ। 

এর আগে করোনা সংক্রমণ বাড়ায় টিকা নিয়ে পরীক্ষায় বসতে চান বলে জানায় প্রার্থীরা। তাই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে তারা হাইকোর্টে রিট করেছেন। পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধনও করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। 

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।