অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার প্রকোপ বাড়লে বইমেলা স্থগিত হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:২৩ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। করোনার ভিতরে  অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। পরিস্থিতির অবনতি যদি হয় মেলা চলাকালীন, তবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জীবন সবার আগে।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২১ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ২০০০ কাছাকাছি করোনা রোগী সনাক্ত হচ্ছে প্রতিদিন। করোনা বাড়ছে। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সীমিত আকারে আয়োজন হচ্ছে। রমনার বটমূলের অনুষ্ঠানে সীমিত পরিসরে হবে। ফলে, সেইদিন বইমেলায় জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিনটিতে স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো, তারপরও যদি পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো আমাদের মেলা বন্ধ করতে হতে পারে।

১৮ মার্চ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে।