অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাওমিতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার  

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিতে আমেরিকানদের বিনিয়োগ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার কর

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিতে আমেরিকানদের বিনিয়োগ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার কর

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিতে আমেরিকানদের বিনিয়োগ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রুডলফ কনট্রেস। 

চীনের সামরিক বাহিনীর হাতে শাওমির মালিকানা আছে এমন অভিযোগের ‘সুস্পষ্ট প্রমাণ’ না থাকায় এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। 

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে এমন অভিযোগেই শাওমিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগ। যেখানে আমেরিকানদের জন্য শাওমিতে বিনিয়োগে নিষেধাজ্ঞা দেয়া হয়। 

আদালতে রায়ের পরপরই সোমবার (১৫ মার্চ) হংকংয়ের শেয়ার বাজারে শাওমি শেয়ারের দাম বেড়ে যায় ১২ শতাংশের বেশি। সর্বশেষ ডিসেম্বরে প্রতিষ্ঠানটির শেয়ার বাড়ে ৭ শতাংশ। 

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর শাওমির শেয়ার কমে যায় ১০ শতংশ। পরবর্তীতে সামরিক বাহিনীর মালিকানার দাবি অস্বীকার করে মামলা করে স্মার্টফোন জায়ান্টরা।