অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃহস্পতিবার চট্টগ্রামে বই বিনিময় উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:০০ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার  

উৎসব থেকে বই আনতে সাথে করে নিয়ে যেতে হবে কিছু বই।

উৎসব থেকে বই আনতে সাথে করে নিয়ে যেতে হবে কিছু বই।

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। যেখানে কোন অর্থ পরিশোধ ছাড়াই মিলবে হাজার হাজার বই। শুধু সাথে করে কিছু বই নিয়ে যেতে হবে নিজেকে!

‘বই বিনিময় উৎসব’ হিসেবে নামকরণ হলেও ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগান দিয়ে বোঝানো হয়েছে উৎসবের প্রকৃত উদ্দেশ্য। 

বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রামের জামালাখান মোড়ে সকাল ১১ টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব। যেখানে অংশ নিতে লাগবে না কোন রেজিস্ট্রেশন বা অন্য কোন টাকা। সবার জন্য উন্মুক্ত এই উৎসবে বই বিনিময় না করলেও ঘুরতে আসতে পারবেন যে কেউ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোন ধরনের বই এখানে বিনিময় করা যাবে। থাকবে সব ক্যাটারির বই।