অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্দা নামলো জয়িতা ফাউন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১-এর

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮ এএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার  

পর্দা নামলো তিন দিন ব্যাপী জয়িতা ফাইন্ডেশন চলচ্চিত্র উৎসব ২০২১-এর। মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে উৎসবটির আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। 

প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা উৎসবের সমাপনী দিনে নারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সুজাতা, চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, অভিনেত্রী শাহনূর ও মানব সেবায় জিনাত হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

এ উৎসবে প্রদর্শিত হয়েছে কোহিনুর আক্তার সুচন্দার হাজার বছর ধরে, নারগিস আক্তারের মেঘলা আকাশ , সামিয়া জামানের রানী কুঠির বাকি ইতিহাস, মৌসুমীর কখনো মেঘ কখনো বৃষ্টি, শাহনেওয়াজ কাকলীর উত্তরের সুর ও নানজিবা খানের দা ওয়ান্টেড টুইন।

সোমবার (৮ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠান পরিকল্পনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশনের উপদেষ্টা ও বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘরের প্রতিষ্ঠাতা শওকত হাসান মিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, ফোবানা'র জাকারিয়া চৌধুরী , জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও নির্মাতা সুজাতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, ও এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন।

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, চলচ্চিত্র সমাজ ও জীবনের কথা বলে। দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে সারাদেশে চলচ্চিত্র উৎসব আয়োজন জরুরি। নারী নির্মাতারাও যাতে আরো চলচ্চিত্রমুখী হয় সেজন্য সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।