অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মংলায় দুই ভারতীয় যুদ্ধজাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার   আপডেট: ০৪:১৬ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় বন্দরে নোঙর করে তিনদিনের সফরে আসা আইএনএস কুলশি ও আইএনএস সুমধো।

সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় বন্দরে নোঙর করে তিনদিনের সফরে আসা আইএনএস কুলশি ও আইএনএস সুমধো।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মংলা বন্দরে এসে পৌঁছেছে ভারতের দুটি যুদ্ধজাহাজ। সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় বন্দরে নোঙর করে তিনদিনের সফরে আসা আইএনএস কুলশি ও আইএনএস সুমধো। জাহাজ দুটিতে মোট ৩৮ জন কর্মকর্তাসহ ২৯০ জন নৌ সেনা রয়েছেন।

এসময় জাহাজ দুটিকে স্বাগত জানায় মংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেনসহ সেনা কর্মকর্তারা। পরে আইএনএস সুমধো থেকে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্ধ্র প্রদেশেরে নৌ অফিসার ইনর্চাজ কমডোর মহাদবেু গোর্বধন রাজু।

তিনি বলেন, সফরকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া সশস্ত্র বাহিনী যাদুঘরের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে দেয়া হবে। 

ভারতী নৌ-বাহিনীর বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের নৌ-বাহিনীর সাথে পেশাগত আলোচনা ও খুলনায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে তাদের প্রতিনিধিরা। উভয় বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি খেলাধুলা ও জাহাজে সফরের ব্যবস্থা থাকবে।