অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জর্জ ফ্লয়েড হত্যার বিচার শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার  

অভিযোগ গঠনের পর এখন বিচারক নির্ধারণ করা হবে এবং ২৯ মার্চ থেকে মামলার শুনানি শুরু হবে। 

অভিযোগ গঠনের পর এখন বিচারক নির্ধারণ করা হবে এবং ২৯ মার্চ থেকে মামলার শুনানি শুরু হবে। 

নির্মম হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর সোমবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রে শুরু হলো জর্জ ফ্লয়েড হত্যার বিচার। প্রধান অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া যাবে তাকে। 

অভিযোগ গঠনের পর এখন বিচারক নির্ধারণ করা হবে এবং ২৯ মার্চ থেকে মামলার শুনানি শুরু হবে। 

নিরস্ত্র অবস্থায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশের সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ শুরু হয়। যা ‘ব্লাক লাইভস ম্যাটার” আন্দোলন নামে পরিচিত। 

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে (৪৬) গ্রেফতার করতে গিয়ে নির্যাতন করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গ্রেফতার করে গাড়িতে ওঠানোর সময় নিচে পড়ে যায় জর্জ ফ্লয়েড। এসময় তার ঘাড়ের উপর ৮ মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে বসে থাকে ডেরেক চাওভিন। চাওভিনকে সাহায্য করে পুলিশ অফিসার টু থাও, জে আলেকজান্ডার কুয়েং, এবং থমাস কে লেন।