অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে ধরে রাখতে আশাবাদী লাপোর্তা

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২০ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার  

মেসি বার্সেলোনাতে থাকার বিষয়ে আশাবাদী নতুন সভাপতি লাপোর্তা।

মেসি বার্সেলোনাতে থাকার বিষয়ে আশাবাদী নতুন সভাপতি লাপোর্তা।

জানাই ছিলো বার্সেলোনার নতুন সভাপতির প্রথম অ্যাসাইনমেন্ট হবে লিওনেল মেসির সাথে চুক্তি নিয়ে বসা। হুয়ান লাপোর্তা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিষয়টি নিয়েই। 

এসময় মেসি বার্সেলোনাতেই থাকবেন বলে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কাতালান ক্লাবটির সোনালী সময়ের সভাপতি লাপোর্তা। 

বার্সেলোনা ও মেসির সম্পর্ক তুলে ধরে লাপোর্তা বলেন, ২০ বছর আগে লিওনেল মেসি নামে একটি ছেলের অভিষেক হয় বার্সেলোনা যুবদলে। আজ সে ক্লাবের অধিনায়ক। বিশ্বের সেরা খেলোয়াড় ভোট দিতে আসায় বোঝা যায় লিও আজও বার্সাকে ভালোবাসে। 

তিনি আরও বলেন, আমরা একটি পরিবারের মতো। আশা করছি বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা ধরে রাখতে পারবো। আর এটাই ক্লাবের সবাই চায়। 
 
রবিবার (৭ মার্চ) ছিল বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে ৩০ হাজার ১৮৪ বা ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সা প্রধান থাকা লাপোর্তা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯ ভোট বা ২৯.৯৮ ভোট। আর ৪ হাজার ৭৬৯ বা ৮.৫৮ শতাংশ ভোট পেয়েছে অপর প্রার্থী টনি ফ্রেইসা।