অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ‘মৈত্রি সেতু’ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার   আপডেট: ০১:০৩ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

১.৯ কিলোমিটার সেতুটি বাংলাদেশের রামগড় ও ভারতের ত্রিপুরার সাবরুমকে সংযুক্ত করবে।

১.৯ কিলোমিটার সেতুটি বাংলাদেশের রামগড় ও ভারতের ত্রিপুরার সাবরুমকে সংযুক্ত করবে।

মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ-ভারত ‘মৈত্রী সেতু’ ‍উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুটির উদ্বোধন করবেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

ফেনী নদীর উপর নির্মিত ১.৯ কিলোমিটার সেতুটি বাংলাদেশের রামগড় ও ভারতের ত্রিপুরার সাবরুমকে সংযুক্ত করবে। ১৩৩ কোটি রুপি ব্যয়ে সেতুটি নির্মান করে ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় “ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এর নাম ‘মৈত্রী সেতু’ রাখা হয়েছে। সেতুটি দুই দেশের বাণিজ্য ও মানুষের চলাচলে নতুন অধ্যায়ের সৃষ্টি করবে।”

ভারতের ত্রিপুরা, মিজোরামসহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ২০১৫ সালের ৬ জুন উভয় দেশের প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মৈত্রী সেতু উদ্বোধনের দিনেই সাবরুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোদি। যা উভয় দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল, উত্তর-পূর্বের রাজ্যগুলির পণ্যের নতুন বাজারের সুযোগ তৈরি করবে।