অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবি’র ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু আজ থেকে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯ এএম, ৮ মার্চ ২০২১ সোমবার   আপডেট: ১২:১৯ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন শুরু সোমবার (৮ মার্চ) থেকে। ভর্তির আবেদন বিকাল ৫টায় শুরু হবে। এদিকে পরীক্ষা শুরু ২১ মে থেকে। চলবে ৫ জুন পর্যন্ত। আর আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ। 

অনলাইন ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ভর্তিচ্ছুরা সোমবার বিকাল ৫টা থেকে ৩১ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

  • ২১ মে বিজ্ঞান বিভাগ ‘ক’ ইউনিট
  • ২২ মে মানবিক বিভাগ ‘খ’ ইউনিট
  • ২৭ মে ব্যবসায় শিক্ষা বিভাগ ‘গ’ ইউনিট
  • ২৮ মে বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিট এবং
  • ৫ জুন চারুকলা বিভাগ ‘চ’ ইউনিটে

ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৬০ নম্বর, লিখিত ৪০ নম্বর এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ২০ নম্বর মিলে সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা হবে। দেড় ঘণ্টার পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে।