অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাদ্রিদ ডার্বি ড্র, জমছে শিরোপার লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৯ এএম, ৮ মার্চ ২০২১ সোমবার  

অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদের হয়ে গোল কলে লুইস সুয়ারেজ ও করিম বেনজেমা।

অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদের হয়ে গোল কলে লুইস সুয়ারেজ ও করিম বেনজেমা।

ম্যাচের শুরুতে পাওয়া লুইস সুয়ারেজের গোলে জয়ের স্বপ্নই বুনছিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে করিম বেনজেমার শেষ মুহুর্তের গোলে ড্র হয়েছে মাদ্রিদ ডার্বি। সে সাথে জমে উঠলো লা লিগার শিরোপা লড়াইও। 

রবিবার (৭ মার্চ) ঘরের মাঠে সুয়ারেজের গোলে শুরুই এগিয়ে যায় সিমিওনে শিষ্যরা। ৮৮ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন বেনজেমা। 

ম্যাচটি জিতলে শিরোপার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যেতো অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলেই দুইয়ে থাকা বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান হতো ৫। তখন অস্বাভাবিক কিছু না হলে মুকুট যেতো সুয়ারেজদের হাতেই। তবে নিজেদের মধ্যে ম্যাচ থাকায় সমান সুযোগ থাকছে তিন দলের কাছেই।

ম্যাচের শুরুতেই আক্রমণে থাকা অ্যাতলেটিকো বারবারই আটকে যাচ্ছিলো রিয়ালের রক্ষণে। ১৫ মিনিটে সে দেয়াল ভাঙেন সুয়ারেজ। প্রতি আক্রমণে বল পেয়ে সুয়ারেজের কাছে বাড়ান মার্কোস ইয়োরেন্তে। দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই উরুগুয়ান ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে থিবো কর্তোয়ার বাধা পার করতে পারেনি অ্যাতলেটিকো ফরোয়ার্ডরা। অন্যদিকে ৮০ মিনিটে দুবার বেনজেমাকে পরাস্ত করেন অ্যাতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। 

তবে গোলমুখ বেশিক্ষণ সামলাতে পারেননি ওবলাক। ডি বক্সে কাসেমিরোর কাছে বল বাড়ান বেনজেমা। সবাই যখন ছুটছেন গোলমুখে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দিকে তখন উল্টো ফাঁকায় দাঁড়ানো বেনজেমার কাছে বল দেন কাসেমিরো। সহজ শটে ঠিকানা খুঁজে নেন ফরাসী ফরোয়ার্ড।