অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একমাসে টিকা নিলেন প্রায় ৩৮ লাখ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২২ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার   আপডেট: ০৬:২৬ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার

একমাসে টিকা নিলেন প্রায় ৩৮ লাখ

একমাসে টিকা নিলেন প্রায় ৩৮ লাখ

দেশজুড়ে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রমের ঠিক একমাস। রবিবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ৭ হাজার ২০০ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জনকে তা দেওয়া হলো। 

বাংলাদেশে গণটিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এই এক মাসে ছুটির দিন বাদে মোট ২২ দিন মানুষকে টিকা দেওয়া হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড নামে উৎপাদন করছে। এই টিকা ব্যবহার করছে বাংলাদেশ। ভারত সরকার ২০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে। ৭০ লাখ টিকা বাংলাদেশ সরকার কিনেছে।

গত এক মাসে দেশের প্রায় ৩৮ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা মোট জনসংখ্যার ২ দশমিক ২৩ শতাংশ। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বৈশ্বিকভাবে অনেক ওপরে। কিছু ক্ষেত্রে টিকা উৎপাদনকারী প্রতিবেশী দেশ ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৩৯,২৪৪ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২২ হাজার ৭৭৬ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৩৯ হাজার ২৪৪ জনের মধ্যে পুরুষ ২৪,৪১৪ জন এবং নারী ১৪,৮৩০ জন। 

চট্টগ্রামে ১৮ হাজার ২৫০ জনের মধ্যে পুরুষ ১১,৩১২ জন এবং নারী  ৬,৯৩৮ জন। 

রাজশাহীতে ১১ হাজার ৪৫ জনের মধ্যে পুরুষ ৬,৭৩৬ জন এবং নারী ৪,৩০৯ জন। 

রংপুরে ৯ হাজার ৫৯০ জনের মধ্যে পুরুষ ৫,৭৯১ জন এবং নারী ৩,৭৯৯ জন। 

খুলনায় ১৬ হাজার ৮৬৯ জনের মধ্যে পুরুষ ৯,৭৫৮ জন এবং নারী ৭,১১১ জন। 

সিলেটে ৪ হাজার ৩৬৪ জনের মধ্যে পুরুষ ২,৫৪০ জন এবং নারী ১,৮২৪ জন। 

ময়মনসিংহে ৪ হাজার ৩২ জনের মধ্যে পুরুষ ২,৪৯৭ জন এবং নারী ১,৫৩৫ জন। 

বরিশালে ৩ হাজার ৮০৬ জনের মধ্যে পুরুষ ২,৩৮২ জন এবং নারী ১,৪২৪ জন।

এদিকে,  গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৬২ জন। এছাড়া ১৪ হাজার ৯২ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬০৬ জন।