অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঠাকুরগাঁওয়ে শতকন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০৪:২০ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার  

শতকন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ

শতকন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালন করা হয়। রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন চলে।

দিবসটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রহরে জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শতকন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেওয়া হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।