অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রগতিশীল ছাত্র জোটের ছয় শিক্ষার্থীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৬ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার  

প্রগতিশীল ছাত্র জোটের ছয় শিক্ষার্থীর জামিন

প্রগতিশীল ছাত্র জোটের ছয় শিক্ষার্থীর জামিন

প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল থেকে গ্রেফতার সাত শিক্ষার্থীর ছয়জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে তাদের পক্ষের আইনজীবী ইমতিয়াজ আহমেদ, সোহেল আহমেদ ও নুরুদ্দিন জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। 

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই সাতজনকে আটক করে পুলিশ। 

এর আগে লেখক মোশতাক আহমেদ এর কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে৷ 

মিছিল পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ ও তৎপরবর্তী ঘটনায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় এই সাতজন ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া।