অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে পালিয়ে যাওয়া পুলিশদের ফেরত চাইছে মিয়ানমার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার   আপডেট: ০২:২৪ পিএম, ৭ মার্চ ২০২১ রোববার

মিয়ানমারে নিরপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত হয়েছে।

মিয়ানমারে নিরপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত হয়েছে।

সেনা অভ্যুত্থানের পর আদেশ অমান্য করে ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত দিতে ভারতকে নির্দেশ দিয়েছে মিয়ানমার। 

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে, গত কয়েকদিনে পুলিশ কর্মকর্তারা তাদের পরিবারসহ ভারতে পালিয়ে এসেছে। এ প্রেক্ষিতে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়’ রাখতে তাদের ফিরত দিতে বলেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে গণ-বিক্ষোভ ও ধর্মঘটের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মিয়ানমারে। বিক্ষোভকারীদের দমাতে কঠোর অবস্থানে গেছে নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে বিক্ষোভের কারণে শনিবার (৬ জানুয়ারি) ইয়াঙ্গুনে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, একজনকে গ্রেফতার করতে রাস্তা থেকে ভবনের দিকে গুলি করে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। 

তারপরও রবিবার (৭ মার্চ) ইয়াঙ্গুন ও মান্দালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভে নেমেছে হাজার হাজার আন্দোলকারী।