অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানবপাচার মামলায় কোরিওগ্রাফার ইভানের তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬ এএম, ৭ মার্চ ২০২১ রোববার   আপডেট: ১১:৪৮ এএম, ৭ মার্চ ২০২১ রোববার

মানবপাচার মামলায় কোরিওগ্রাফার ইভানের তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

মানবপাচার মামলায় কোরিওগ্রাফার ইভানের তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হয়নি আজ।  প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ২৪ মাচ ধার্য করেছেন আদালত।

রবিবার  (৭ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা নতুন করে এ তারিখ ধার্য করেন। 

২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করে সিআইডি। এরপর গত ২১ সেপ্টেম্বর ইভানের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। 

জানা যায়, চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেওয়ার কথা বলে নারীপাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। 

সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো। দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে গ্রেফতার করা হয়।