অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাঠে নামার ঘোষণা দিলেন ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার  

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রোজার আগেই তাদের দলীয় কার্যক্রম জোরদার করা হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে দেশব্যাপী গণসংযোগ শুরু করবে তার দল। শনিবার (৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

ড. কামাল হোসেন বলেন, দেশে সংকট চলছে। সংকট থেকে মুক্ত হওয়ার জন্য ঐক্যের দরকার। বর্তমান অবস্থা দেশে থাকলে মানুষের সুশাসন থাকার কোন উপায় থাকবেনা। জনগণকে সঙ্গে নিয়ে যদি মাঠে না নামা হয়, তাহলে এর থেকে উত্তরণ ঘটবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল আইনের কথা বলে আমাদের যেভাবে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে তার থেকে মুক্তি দিতে হবে।

কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে দলের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বিপর্যস্ত করোনার জন্য। একারণে গণফোরামের রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে গণফোরামের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। 

সংবাদ সম্মেলন থেকে ‘রাজনৈতিক অব্যবস্থাপনা’ ও ‘অর্থনৈতিক লুটপাটের’ বিরুদ্ধে  জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় দলটি।