অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোভ্যাক্স থেকে ৩১ দেশে টিকা যাচ্ছে আগামী সপ্তাহে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ০৩:৫৪ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার

কোভ্যাক্স থেকে ৩১ দেশে টিকা যাচ্ছে আগামী সপ্তাহে

কোভ্যাক্স থেকে ৩১ দেশে টিকা যাচ্ছে আগামী সপ্তাহে

ভ্যাকসিন আসার আশ্বাসে আত্মতুষ্টিতে সময় নষ্ট করা যাবে না বা জীবন যাপনে অসাবধানও হওয়া যাবেনা। করোনা মোকাবেলায় শুরু থেকে যেমনভাবে মানুষ সতর্ক থেকেছে, সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসব কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও জানিয়েছে, কোভ্যাক্সের (জাতিসংঘের কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল এক্সেস) মাধ্যমে আগামী সপ্তাহে আরও ৩১টি দেশে কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের কারণে মানুষ যদি মনে করে মহামারির সংকট কেটে গেছে তাহলে মহামারির আরও প্রকোপ আসতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও।

সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্যাকসিন আসায় দুর্দান্ত আশার সঞ্চার হয়েছে, তবে আমরা মহামারি মোকাবেলায় মনযোগ হারাচ্ছি না।’

সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস কোভ্যাক্সের ভ্যাকসিন সরবরাহের প্রশংসা করেন। ভ্যাকসিনেশনে ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলো এখনো পিছিয়ে আছে বলেও মন্তব্য তার।

তেদরোস বলেন বলেন, ‘আগামী সপ্তাহে কোভ্যাক্স আরও ৩১টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে, এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া দেশের মোট সংখ্যা দাঁড়াবে ৫১টি। প্রথম দফায় চলমান টিকার প্রথম ডোজের সরবরাহ মে মাসের শেষ নাগাদ চলবে। 

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের ১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। এছাড়া আফ্রিকার অ্যাঙ্গোলা, কঙ্গো, জাম্বিয়া, ঘানা, আইভরিকোস্ট, কেনিয়া, লেসেথো, মালাউই, মালি, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সুদান এবং উগান্ডায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে। এ ছাড়া কম্বোডিয়া, কলম্বিয়া, ভারত, মালদোভা, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া ভ্যাকসিন সরবরাহ পেয়েছে।