অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানালেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততা মিললে খেতাব বাতিলে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪১ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ০২:৪৬ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততা মিললে খেতাব বাতিল হবে

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততা মিললে খেতাব বাতিল হবে

ববঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি জিয়াউর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়, তারপর তদন্ত সাপেক্ষে 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি এও বলেছেন, ‘জিয়ার খেতাব বাতিল করা হয়নি। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এ বিষয়ে কমিটি তদন্ত করছে। তদন্ত করার পর জাতির সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।

এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

বলা হয়, জিয়াউর রহমানসহ এই পাঁচজন এবং তাদের পরিবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না। গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়।