অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব কমিউনিস্ট বিদ্রোহীকে হত্যার নির্দেশ ফিলিপাইনের প্রেসিডেন্টের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার  

সব কমিউনিস্ট বিদ্রোহীকে হত্যার নির্দেশ ফিলিপাইনের প্রেসিডেন্টের

সব কমিউনিস্ট বিদ্রোহীকে হত্যার নির্দেশ ফিলিপাইনের প্রেসিডেন্টের

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সামরিক বাহিনীকে দেশের সব কমিউনিস্ট বিদ্রোহীকে শেষ করে দেওয়ার এবং ‘হত্যা করার’ নির্দেশ দিয়েছেন। এতে মাদকবিরোধী অভিযানের মতো দেশটিতে নতুন করে রক্তপাত শুরু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আলজাজিরা।

কমিউনিজম মোকাবিলা সংক্রান্ত এক বৈঠকে দুতের্তে বলেন, ‘আমি সামরিক বাহিনী এবং পুলিশকে বলেছি, যদি তোমরা কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে মুখোমুখি হও, তাদের হত্যা করো। ওদেন শেষ করে দাও।’

তিনি বলেন, তাদের নিজ নিজ পরিবারের কাছে লাশ পাঠানোর বিষয়টি কেবল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো।

দুতের্তে আরও বলেন, ‘মানবাধিকারের কথা ভুলে যাও। এটা আমার নির্দেশ। আমি জেলে যেতেও ইচ্ছুক, এতে আমার কোনো সমস্যা হবে না। যে কাজটা আমার করা লাগবে, সেই কাজটি করতে আমার কোনো দ্বিধা নেই।’

কমিউনিস্ট বিদ্রোহীদের সরাসরি উদ্দেশ করে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘তোমরা দস্যু। তোমাদের কোনো মতাদর্শ নেই। এমনকি চীন ও রাশিয়াও এখন পুঁজিবাদী।’

একই সঙ্গে অস্ত্র ত্যাগ করলে কমিউনিস্ট বিদ্রোহীদের জন্য চাকরি, জীবিকা ও বাসস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।