অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেটে নবম বাংলাদেশ গেমস শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ১২:৩৬ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার

সিলেটে নবম বাংলাদেশ গেমস শুরু

সিলেটে নবম বাংলাদেশ গেমস শুরু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস (নারী ক্রিকেট ইভেন্ট)। প্রতিযোগিতায় জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ ও ইমার্জিং দলকে ভাগ করে বাংলাদেশ লাল, বাংলাদেশ নীল ও বাংলাদেশ সবুজ নামে পৃথক দল ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নীল ও বাংলাদেশ লাল দল। 

৫০ ওভারের এই টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে দলগুলো খেলবে এবং পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ দুই দল ফাইনালে যাবে।

বাংলাদেশের নারী ক্রিকেট দল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ২০২০ সালের মার্চে। নারী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচেই হারে বাঘিনীরা। 

২০২১ সালে অবশ্য ব্যস্ত সময় কাটবে তাদের। বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পাশপাশি ২০২১ নারী বিশ্বকাপ বাছাই পর্বেও খেলবেন সালমা-জাহানারারা। ম্যাচগুলো ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।