অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাইফ আলী হলেন ‘সেফ’ আলী!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১১:০৩ এএম, ৬ মার্চ ২০২১ শনিবার   আপডেট: ১১:০৪ এএম, ৬ মার্চ ২০২১ শনিবার

সাইফ আলী খান

সাইফ আলী খান

ভারতে শুক্রবার (৫ মার্চ) করোনা ভ্যাকসিন নেয়া মানুষদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন বলিউড তারকা সাইফ আলী খান।  মুম্বাইয়ের ভ্যাকসিনেশন কেন্দ্রে খুব স্বাভাবিকভাবেই টিকা নেন ছোট নবাব। 

তবে টিকা নেয়ার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হতেই ট্রোল শুরু হয় 'দিল চাহতা হে' তারকাকে নিয়ে। অনেকে প্রশ্ন করেন, সাইফ আলী খানের বয়স তো ৬০ এর বেশি নয়। তাহলে কীভাবে তিনি ভ্যাকসিন নিলেন? 

জানুয়ারির ১৬ তারিখ থেকে ভারতে ভ্যাকসিন দেয়া শুরু হয়। প্রথম দফা স্বাস্থ্যকর্মীদের দেয়ার পর মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফায় দেয়া হচ্ছে ৬০ বছরের বেশি বয়স্কদের। কিন্তু সাইফ আলী খানের বয়স ৫০।

একজন মজা করে লেখেন সাইফের বয়স কি তাহলে ৬০ এর বেশি? অন্যজন লিখে, তিনি এখন সেফ আলী (নিরাপদ), সাইফ নন। 

নিজের পরবর্তী ছবি 'ভুত পুলিশ' এর শুটিংয়ের পর এখন কারিনার ঘরে সদ্য জন্ম নেয়া দ্বিতীয় সন্তান নিয়ে সময় কাটছে সাইফ আলী খানের।  ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছে ছোট নবাব। ভুত পুলিশের পাশাপাশি পাইপলাইনে আছে 'আদিপুরুষ' ও 'বান্টি ওর বাবলি ২'। 

অ্যামাজন প্রাইমের 'তান্ডব' সিরিজে সর্বশেষ দেখা গেছে সাইফ আলী খানকে। এছাড়া সুশান্ত সিং রাজপুত অভিনীত 'দিল বেচারা' তে অতিথি চরিত্রে উপস্থিত ছিলেন তিনি।