অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাপান থেকে জাহাজ চেপেছে ঢাকার মেট্রোট্রেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার   আপডেট: ১২:৫৭ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

জাপানের কোবে বন্দরে জাহাজে তোলা হচ্ছে ঢাকার মেট্রো ট্রেন, ছবি: ডিএমটিসিএল`র সৌজন্যে

জাপানের কোবে বন্দরে জাহাজে তোলা হচ্ছে ঢাকার মেট্রো ট্রেন, ছবি: ডিএমটিসিএল`র সৌজন্যে

জাপান থেকে জাহাজে করে রওয়ানা দিয়েছে ঢাকায় মেট্রোরেলের কোচ। বৃহস্পতিবার (৪ মার্চ) জাপানের কোবে বন্দর থেকে এই মেট্রো টেন বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। আগামী মাসের শেষের দিকে এই কোচগুলো ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর বরাতে এই খবর দিচ্ছে দেশের প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ডিএমটিসিএল'র সৌজন্যে কয়েকটি ছবিও এই খবরের সাথে প্রকাশ করা হয়েছে। 

ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিককে উদ্ধৃত করে খবরে জানানো হয় বৃহস্পতিবার জাপান সময় সন্ধ্যা ৬টা বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে জাহাজটি কোবে বন্দর ছাড়ে।

"আমরা আশা করছি এপ্রিলের ২৩ তারিখে ট্রেন ঢাকা পৌঁছবে। তবে এর সঙ্গে আবহাওয়ার ওপর নির্ভরতা রয়েছে," বলেন এমএএন সিদ্দিক।

ট্রেনটি মোংলা পোর্ট হয়ে ঢাকার দিয়াবাড়িতে মেট্রোট্রেনের মূল ডিপোতে পৌঁছবে। এরপর দ্বিতীয় ট্রেনটি জুনে এবং তৃতীয়টি আগস্টে পৌঁছানোর কথা রয়েছে।

ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প যা ঢাকার উত্তরা থেকে মিরপুর- আগারগাঁও-ফার্মগেট-বাংলামটর-শাহবাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রেসক্লাব- পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। যা ঢাকাবাসীকে যানজটমুক্ত করতে ভূমিকা রাখবে।