অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা বাংলাদেশের: রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৭ এএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার   আপডেট: ১১:৩২ এএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

সেরাম আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা বাংলাদেশের: রয়টার্স

সেরাম আরও ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা বাংলাদেশের: রয়টার্স

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার আরও ৪ কোটি ডোজ কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নভেম্বরের চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিপুল চাহিদা আর বিশ্বজুড়ে টিকার সরবরাহ সঙ্কটের মধ্যে ফেব্রুয়ারির চালানে বাংলাদেশ ২০ লাখ ডোজ পেয়েছে। 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাস মহামারী মোকাবেলার লক্ষ্যে আরও তিন কোটি ডোজ টিকা আমদানির নির্দেশ তিনি দিয়েছেন।

টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়। গত এক মাসে অর্থকোটির বেশি মানুষ এ টিকার প্রথম ডোজ পেয়েছে, যা মোট জনসংখ্যার ৩ শতাংশের মত।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ নতুন করে টিকা কেনার যে চেষ্টা শুরু করেছে, সে বিষয়ে সেরাম ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি।

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান রয়টার্সকে বলেছেন,  কোভ্যাক্সের কাছ থেকেও ৬ কোটি ৮০ লাখ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের,  যার মধ্যে জুনের মধ্যে ১ কোটি ডোজের মত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।