অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃহস্পতিবার টিকা নিলেন ১ লাখ ২১ হাজার ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার  

বৃহস্পতিবার টিকা নিলেন ১ লাখ ২১ হাজার ১০ জন

বৃহস্পতিবার টিকা নিলেন ১ লাখ ২১ হাজার ১০ জন

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে করোনার টিকার প্রথম ডোজ নেন ১ লাখ ২১ হাজার ১০ জন। বুধবার সারাদেশে টিকা নেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন। এ নিয়ে দেশে মোট ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৪২,৬৪৪ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৪ হাজার ৮০৯ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৪২ হাজার ৬৪৪ জনের মধ্যে পুরুষ ২৬,২৮৫ জন এবং নারী ১৬,৩৫৯ জন। 

চট্টগ্রামে ২০ হাজার ৪০৪ জনের মধ্যে পুরুষ ১২,৫১৯ জন এবং নারী  ৭,৮৮৫ জন। 

রাজশাহীতে ১১ হাজার ৬৭৫ জনের মধ্যে পুরুষ ৬,৯০৫ জন এবং নারী ৪,৭৭০ জন। 

রংপুরে ১২ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ ৭,৫১৩ জন এবং নারী ৫,০৩৮ জন। 

খুলনায় ১৯ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ১১,৩৭৩ জন এবং নারী ৮,৫৩৯ জন। 

সিলেটে ৪ হাজার ৭৬৭ জনের মধ্যে পুরুষ ২,৭৫৭ জন এবং নারী ২,০১০ জন। 

ময়মনসিংহে ৪ হাজার ৫৯৯ জনের মধ্যে পুরুষ ২,৭৪৪ জন এবং নারী ১,৮৫৫ জন। 

বরিশালে ৪ হাজার ৪১৮ জনের মধ্যে পুরুষ ২,৭০৪ জন এবং নারী ১,৭১৪ জন।

এদিকে, বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৩৫ জন। ১৫ হাজার ৯৮৫ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৪১ জন। গতকাল ৬১৪ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫৮৯ জন।