অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাঝপথেই স্থগিত পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০২ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার  

২০ ফেব্রুয়ারি শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

২০ ফেব্রুয়ারি শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

গত কয়েকদিনে দলগুলোতে করোনা সংক্রমণ বাড়ায় স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বৃহস্পতিবার (৪ মার্চ) টুর্নামেন্ট আয়োজন কমিটি ও দলের মালিক-ব্যবস্থাপকদের সাথে জরুরি বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর বিবৃতিতে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতজনের করোনা শনাক্ত হয়েছে। ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নিরাপত্তায় এই সময় ছয় দলের সবার পিসিআর টেস্ট, আইসোলেশনে রাখা ও ভ্যাকসিন দেয়া হবে। 

কুয়েটা গ্লাডিয়েটর ব্যাটসম্যান ফাওয়াদ আলম ও টম বেন্টনের পর করাচি কিংসের ফিল্ডিং কোচ কামরান খানের করোনা শনাক্ত হওয়ার পর জরুরি বৈঠকে বসে আয়োজক কমিটি। সূচি ঠিক হওয়া ৩৪টি ম্যাচের মধ্যে মাত্র ১৪ ম্যাচ আয়োজনের পরই স্থগিত হলো টুর্নামেন্ট।