অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফের তিনদিনের রিমান্ডে পিকে হালদারের কথিত বান্ধবী অবন্তীকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার  

ফের তিনদিনের রিমান্ডে পিকে হালদারের কথিত বান্ধবী অবন্তীকা

ফের তিনদিনের রিমান্ডে পিকে হালদারের কথিত বান্ধবী অবন্তীকা

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) কথিত বান্ধবী অবন্তীকা বড়ালকে ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে তিনদিনের রিমান্ড আবেদন করেন। আবেদন মঞ্জুর করে বিচারক এ আদেশ দেন। 

গত ১৩ জানুয়ারি একই আদালত আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন ধানমন্ডির একটি বাসা থেকে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম অবন্তীকা বড়ালকে গ্রেফতার করে। পিকে হালদারের মামলার তদন্তে অবন্তীকার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

গত ২৮ ডিসেম্বর অবন্তীকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু সেসময় তিনি হাজির হননি।

পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগ আছে। পিকে হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ৮৩ ব্যক্তির প্রায় ৩০০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।