অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তাজমহলে বোমা আতঙ্ক, অভিযানের পর পরিস্থিতি স্বাভাবিক

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ৪ মার্চ ২০২১ বৃহস্পতিবার  

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও (৪ মার্চ) তাজমহলে ছিল পর্যটকদের ভিড়। তবে অজ্ঞাত যুবকের এক ফোনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সে যুবক ফোন করে জানান তাজমহল এলাকায় বোমা রাখা হয়েছে। মুহুর্তেই আশপাশ ফাঁকা করে তল্লাশি শুরু করে পুলিশ। 

তল্লাশির পাশাপশি সে যুবকের সন্ধান করে পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায় যুবকের বাড়ি ফিরোজাবাদে। সেনাবাহিনীতে চাকরি না পেয়ে জেদ থেকে এমন কাজ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে সে যুবক। 

বৃহস্পতিবার সকালে ফোন আসার পরপরই তাজমহলে দরজা বন্ধ করে দেয়া হয়। সাড়ে সাতটা নাগাদ সেখানে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞদল। গোটা এলাকা ঘিরে তল্লাশী চালানো হয়। 

স্থানী্য় পুলিশ জানায়, প্রথমে ধারণা করা হয় আলিগড় থেকে ফোন আসছে। পরে জানা যায় কল এসেছে ফিরোজাবাদ থেকে। যুবকের সাথে কথা বলার পর বেলা ১১ টা ১৫ মিনিটে খুলে দেয়া হয় তাজমহলের দরজা। 

করোনার কারণে ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহল। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।